উত্তরদিনাজপুর

নিম্ন মানের মিড-ডে-মিল খাওয়ানোর অভিযোগে, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ

ছাত্র-ছাত্রীদের নিম্ন মানের মিড-ডে-মিল খাওয়ানোর অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। 

জানা যায়, বিগত কিছু দিন ধরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে বিদ্যালয়ে সরকারি নিয়ম মতো মিড-ডে-মিলের খাবার দেওয়া হয় না, এমনকি নিম্ন মানের চাল দিয়ে ভাত বানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিভাবকেরা একত্রিত হয়ে মঙ্গলবার বিদ্যালয়ে স্রাস্রি হাজির হন। দেখা যায়, নিম্ন মানের পোকা ধরা চাল দিয়ে রান্না করা হচ্ছে। তা চোখে পড়তেই অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। পোকা ধরা নিম্ন মানের চাল নিয়ে প্রধান শিক্ষক সমর ঘোষের টেবিলে ফেলে বিক্ষোভ দেখান তারা। 

অভিভাবকদের অভিযোগ, যেখানে সরকার ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মুখী করতে প্রতিটি বিদ্যালয়ে দুপুরে আহারের ব্যবস্থা করেছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি নিয়ম মেনে ছাত্র-ছাত্রীদের খাবার দেয় না, যা দেয় তাও নিম্ন মানের। যা খেয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ্য হতে পারে। আর এই নিয়েই তাদের এই বিক্ষোভ।

এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর ঘোষ জানান, আমরা সরকারি নিয়ম মেনে ছাত্র-ছাত্রীদের মিডে-মিল দিয়ে থাকি। কিভাবে এই পোকা ধরা চাল এলো তা খতিয়ে দেখা হবে।